বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সদর উপজেলায় জামাতের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠিত নতুন উপাচার্য পেল রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রংপুর সদর উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উলিপুরের হাতিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল সাধারণ সভা রাধাকৃষ্ণপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের লেকচারার দেলোয়ার হোসেন মেয়াদউত্তীর্ণ কমিটির ভুয়া নিয়োগ নিয়ে দীর্ঘ ৯ বছর কলেজ পরিচালনা। ‘স্বৈরাচারী সরকার হেফাজতের ৩ শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করেছে’ গুলিবিদ্ধ শাহিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা প্রদান করেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখা কুড়িগ্রামে চার শহীদ পরিবারের মাঝে জামায়াতের ৮ লক্ষ টাকা বিতরণ। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বদরগন্জে ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

কারমাইকেলে জিএল হলে বহিরাগতদের হামলা

  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

Abdullah Al Masud

স্থানীয় প্রতিনিধি 

আব্দুল্লাহ আল মাসুদ

উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের গোপাল লাল (জি এল) ছাত্রাবাসে গতকাল শনিবার (১৮ই ফেব্রুয়ারী) স্থানীয় টোকাই সন্ত্রাসীরা হামলা চলায়। এসময় তারা ভাংচুর ও ছাত্রদের উপর হামলা করে।

জানা যায়, কলেজের জি.এল হলের কয়েকজন আবাসিক ছাত্রের সাথে বাইরের কিছু টোকাই (বখাটে) সন্ত্রাসীর গায়ে ধাক্কা লেগে বাকবিতন্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়। দায়িত্বরত শিক্ষকের হস্তক্ষেপে মিমাংসাও হয়। সবাই সেখান থেকে প্রস্থান করেন।

কিন্তু সন্ধ্যার পরে অনেকে নামাজে গেলে প্রায় ফাঁকা হয়ে যায়। এসময় কয়েকজন ছাত্র হলের ভেতর ছিল। ঠিক সেই সময়ে টোকাইদের ৭০-৮০ জনের একটি দল হলে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় টোকাইরা ব্যাপক তান্ডব চালায়। তারা ছাত্রদের আসবাবপত্র ভাংচুর করে, ডাইনিংয়ে প্রয়োজনীয় আসবাবপত্রও ভেঙ্গে দেয়। পাশাপাশি কয়েকজন ছাত্রের উপর হামলা করে। উক্ত ছাত্ররা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

টোকাই আর বহিরাগতদের অত্যাচারে অতিষ্ঠ কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। কারমাইকেল ক্যাম্পাসে টোকাইদের উৎপাত অনেক পুরোনো খবর। মাঝে মধ্যেই কারমাইকেল কলেজ পুকুর পাড়ে শিক্ষার্থীদের একলা পেলে মোবাইল মানিব্যাগ  ছিনতাই করে নিয়ে উধাও হয়ে যায় টোকাই দল। বেশ কিছুদিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কারমাইকেলে ব্যায়াম করতে এসে টোকাইদের হাতে খুব বাজে ভাবে জখম হয়। এরআগেও ছাত্রনেতারা তাদের হাতে আহত হয়।

“শিক্ষক ও ছাত্র নেতাদের যেখানে রক্ষা নেই সেখানে সাধারণ শিক্ষার্থীরা  কতটা নিরাপদ? ক্যাম্পাস কি তাহলে টোকাইদের হাতে জিম্মি?”- প্রশ্ন সাধারণ ছাত্রদের। “সব চেয়ে দুঃখজনক কথা, উত্তরবঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ। অথচ এতোবড় একটা ক্যাম্পাসে নেই কোন পুলিশ ফাঁড়ি।”

এমত অবস্থায় কলেজ প্রশাসনের নিকট শিক্ষার্থীদের দাবি –

  • ‌অনতিবিলম্বে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা।
  • ‌হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যাবস্থা গ্রহণ।
  • ‌পুরো ক্যম্পাস সিসিটিভির আওতায় এনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার  করা  এবং অনতিবিলম্বে কারমাইকেল কলেজে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর নিউজ ৩৬৫
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক