রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

মিঠাপুকুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মিঠাপুকুর প্রতিনিধিঃ

রিপন শাহরিয়ার 

রংপুরের মিঠাপুকুরে কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়‌। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বড়বালা ইউনিয়ন শাখা সভাপতি জামিলুর রহমান (টগর), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ্ আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ সহ স্থানীয় নেতা কর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামিলুর রহমান টগর বলেন, “দেশের উন্নয়ন চলমান রাখতে হলে বাংলাদেশ আআওয়ামীলীগের বিকল্প নেই, জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই তেমনি মিঠাপুকুরের উন্নয়ন চলমান রাখতে হলে মাননীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান এম পি স্যারের বিকল্প মিঠাপুকুরে নেই”।

উক্ত কর্মসূচিতে সভাপতির বক্তব্যে আবু সাঈদ বলেন,“জননেতা জনাব রাশেক রহমান ভাই চান একটি শিক্ষিত,মেধাবী তারুণ্য। মেধাবীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই আগামীর মিঠাপুকুরকে,আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই সকলে স্বাধীনতার পক্ষে থেকে, নৌকার পক্ষে থেকে একসাথে আগামীর উন্নত বাংলাদেশ গড়বো”।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“দেশবিরোধী শক্তিরা যেন তোমাদের মেধাবী মস্তিষ্কে কোন অপশক্তির বিষ ইনজেক্ট করতে না পারে সেটির সর্বোচ্চ চেষ্টা চলমান রাখবে মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ আমরা বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা গ্রহণের মাধ্যমে শান্তির পথ ধরে প্রগতির পথে এগিয়ে চলব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটিই আমাদের লক্ষ্য”।

উল্লেখ্য, ২৩ রংপুর-৫ মিঠাপুকুর উপজেলা সাংসদপুত্র ও আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির সদস্য রাশেক রহমানের নির্দেশের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর নিউজ ৩৬৫
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক