কুড়িগ্রাম থেকে আতিক মাহমুদ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৫ বছর পর কর্মী সমাবেশ-২৪ অনুষ্ঠিত। অনুষ্ঠিত সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল- “দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন” এ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম কলেজ মোড় টাউন হল মার্কেট এলাকাসহ অডিটোরিয়াম হলরুম ক্যাম্পাসের ভেতর বাহির। বিপুলসংখ্যক শিবির কর্মীর শ্লোগানে প্রকম্পিত হয় কলেজ মোড়সহ আশপাশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৫ বছর পর ওপেন ময়দানে বিপুলসংখ্যক শিবির কর্মীর অংশ গ্রহণে কর্মী সমাবেশ-২০২৪ কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে অনুষ্টিত হয়েছে। উক্ত কর্মী সমাবেশে অডিটোরিয়াম হলরুম ও আশপাশ কানায় কানায় উপচে পড়া ভিড়ের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল দাওয়াত প্রশিক্ষণ ও আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এবং সফলতা লাভ করা।
মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে এবং জেলা শিবিরের সেক্রেটারী মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিছবাহুল কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক সভাপতি শাহজালাল সবুজ ও এডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল প্রমূখ।
অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম।
Leave a Reply