শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের পাঠদানে ফিরছে বেরোবি, জানাগেল তারিখ  সদর উপজেলায় জামাতের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠিত নতুন উপাচার্য পেল রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রংপুর সদর উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উলিপুরের হাতিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল সাধারণ সভা রাধাকৃষ্ণপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের লেকচারার দেলোয়ার হোসেন মেয়াদউত্তীর্ণ কমিটির ভুয়া নিয়োগ নিয়ে দীর্ঘ ৯ বছর কলেজ পরিচালনা। ‘স্বৈরাচারী সরকার হেফাজতের ৩ শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করেছে’ গুলিবিদ্ধ শাহিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা প্রদান করেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখা কুড়িগ্রামে চার শহীদ পরিবারের মাঝে জামায়াতের ৮ লক্ষ টাকা বিতরণ। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

যথাযথা শ্রদ্ধার সাথে পালিত হল ‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

মাসুদ রানা,নিজস্ব প্রতিবেদক

আজ ১ মার্চ, ২০২২খ্রিঃ।
কর্তব্যরত অবস্থায় বাংলাদেশ পুলিশের নিহত সদস্যদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে স্মরণ করে প্রতিবছর দেশব্যাপী সমস্ত পুলিশ ইউনিটে ১ মার্চ “পুলিশ মেমোরিয়াল ডে “ পালিত হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে থাকে। যে কোন জাতীয় দুর্যোগে বাহিনীর সদস্যগণের ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়। দায়িত্ব পালনকালে তাঁরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে।

এরই ধারাবাহিকতায় আজ ১ মার্চ, ২০২২খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিাকায় পুলিশ লাইন্স মাঠ, রংপুরে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ স্মৃতিস্তম্ভে ‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’ যথাযথ শ্রদ্ধার সাথে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়।

ডিআইজি মহোদয়ের সাথে ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়গন, রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত সকল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ, সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’ উপলক্ষে পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, পুলিশ সুপার, রংপুর, পুলিশ সুপার, পিবিআই মহোদয়গণ, সিআইডি রংপুর, হাইওয়ে রংপুর জোন, ট্যুরিস্ট পুলিশসহ রংপুর সদরস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ কেন্দ্রীয় পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে গার্ড অব অর্নার প্রদান করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করে আত্মার মাগফরোত কামনায় মোনাজাত করা হয়।

শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের অডিটোরিয়ামে জেলা পুলিশ, রংপুরের আয়োজনে ‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর মহোদয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, জনাব বাসুদেব বণিক, কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর, জনাব রেজা আহমেদ ফেরদৌস (এস) বিএন, অধিনায়ক, র‌্যাব-১৩, রংপুর মহোদয়।

সভার শুরুতে ‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সদস্যগণের মধ্যে থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যর স্মরণে অভিব্যক্তি ও বক্তব্য প্রদান করেন। অভিব্যক্তি প্রকাশের সময় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যগণ অত্যন্ত আবেগ তাড়িত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয় কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে তুলে দেন।

পরে বিশেষ অতিথিগণ ও প্রধান অতিথি ‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’’ উপলক্ষে বক্তব্য ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিচারণ করেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর নিউজ ৩৬৫
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক